মসূয়া,কটিয়াদী,কিশোরগঞ্জ।
এলাকার সাধারন মানুষের চিকিৎসার ক্ষেত্রে কটিয়াদী থেকে বড় অফিসার ও ইউনিয়ন এলাকার নিয়োগ প্রাপ্ত ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয়।
টিকা-এলাকার সাধারন মানুষের চিকিৎসার ক্ষেত্রে কটিয়াদী থেকে বড় অফিসার ও ইউনিয়ন এলাকার নিয়োগ প্রাপ্ত ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয়।
২০১২ সালের ডিসেম্বর পযর্ন্ত সকলের জন্যস্বাস্থ্য সম্মত পায়খানা নিশ্চিত করতে হলে হতদরিদ্র প্রায় ১২০০নতুন পরিবার প্রধানদের বিনা মূল্যে এখনও রিংস্লাব সরবরাহ করতে হবে। এব্যাপারে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
(ক)স্বাস্থ্যসম্মতপায়খানাব্যবহারকারী৪৩৮৫টিপরিবার।
(খ)অস্বাস্থ্যসম্মতপায়খানাব্যবহারকারী১৪৬০টিপরিবার।
(গ)খোলাজায়গায়মলত্যাগব্যবহারকারী১৪৯১টিপরিবার।
(চ)আর্সেনিকযুক্তটিউবওয়েলেরসংখ্যা১২৯৭টি।
অত্র অফিসের নিজস্ব কোন প্রকল্প নেই। তবে বিভিন্ন সংস্থার প্রকল্প গুলো এই অফিসের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে। প্রকল্প সমূহ যথাক্রমে :-
১। ব্র্যাক পরিচালিত যক্ষা প্রতিরোধ কর্মসূচী।
২। এনভেঞ্জার হেলথ ও মায়ের হাসি মাঠ সেবা কার্যক্রম।
৩। মাসিক টিকাদান এবং ইপিআই কর্মসূচী।
যোগায়োগের জন্য ভালো মাধ্যম হলো রিক্সা, সাইকেইল. সিএনজি দিয়ে সাধারণ মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS