বাংলা শিশুসাহিত্যের অন্যতম পথিকৃৎ উপেন্দ্রকিশোর রায় চৌধুরী। তাঁর সুযোগ্য পুত্র শিশুসাহিত্যের আরেক ছান্দসিক ছড়াশিল্পী সুকুমার রায় এবং সুকুমার রায়ের পুত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তিন প্রজন্মের এই তিন কীর্তিমান পুরুষ আজ কিশোরগঞ্জবাসীর কাছে গর্বের ধন হিসাবে সমাদৃত। কীর্তিমান এই তিন পুরুষের পিতৃভূমি কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে অবস্থিত। ছায়া সুনিবিড় মসূয়া গ্রামে ‘বাবুর বাড়ি’ নামে খ্যাত ভগ্নপ্রায় বাড়িটি আজও ঐতিহ্যের স্মারক আর কালের সাক্ষী হয়ে আগ্রহী পর্যটকদের অনুসন্ধানী মনকে স্মৃতিকাতরতায় ভরিয়ে রাখে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস